জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ১৩ দফা দাবি নিয়ে রবিবার অনুষ্ঠিত হলোমিড ডে মিল ওয়ার্কার দের দ্বিতীয় সম্মেলন।অনুষ্ঠিত হলো কর্মচারী ভবনে।।এইদিন সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সমবেলনের কাজ শুরু হয়।এরপর শুরু হয় শোক প্রস্তাব। পাশাপাশি মিড ডে মিলের কর্মীদের বিভিন্ন দাবিও সমস্যা নিয়ে আলোচনা হয় এখানে। তাদের দাবিগুলো হলো মিডডে মিল কর্মীদের পরিচয় পত্র দেবা, নিন্মতম বেতন একুশ হাজার করা, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের প্রতি দশ টাকা,ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের পনেরো টাকা মিডডে মিল খাবানো বাবদ দিতে হবে সহ মোট তেরো দফা দাবি নিয়ে আজকের সমবেলন অনুষ্ঠিত হয়েছিল।