দুবরাজপুরের রাধাগোবিন্দ মন্দিরে ভাগবত পাঠ ও ভক্ত সেবা।

0
410

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- প্রতি বছরের ন্যায় এ বছরও বীরভূম জেলার দুবরাজপুরে রাধা গোবিন্দ মন্দিরে ভাগবত পাঠ ও ভক্ত সেবার আয়োজন করা হয়। উল্লেখ্য, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই তেরো পার্বণের মধ্যে একটি হল দোল উৎসব। তাই এই দোল উৎসব উপলক্ষে দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়ার রাধাগোবিন্দ (সৎসঙ্গ) মন্দিরের পক্ষ থেকে তিনদিন ব্যাপী অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী অখণ্ড হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় মন্দিরে। পাশাপাশি ভাগবত পাঠের আয়োজন করা হয়। শেষদিনে ভাগবত পাঠ করেন বিশিষ্ট শিক্ষক সোমনাথ মুখার্জি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। এদিন দুবরাজপুর শহরের প্রায় ৭৫০ জন ভক্তকে পাতপেড়ে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। এই কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন রাধা গোবিন্দ (সৎসঙ্গ) মন্দিরের সভাপতি অভিজিৎ হালদার, সম্পাদক কৌশিক মাহাতা, সহ সম্পাদক ঘনশ্যাম সাহা, অভিজিৎ নন্দী, নাড়ু গোপাল ধীবর, রণজিৎ রাণু, ষষ্ঠী দেওয়াশি, পশুপতি সেনগুপ্ত, মনোরঞ্জন মণ্ডল সহ অন্যান্য সদস্যরা। রাধা গোবিন্দ সৎসঙ্গ মন্দিরের সহ সম্পাদক ঘনশ্যাম সাহা জানান, ২০২১ সালকে আমরা এই অনুষ্ঠান করে আসছি। দোল উৎসব উপলক্ষে এই মন্দিরে তিনদিন ব্যাপী নাম সংকীর্তন চলছে। আজ ভাগবত পাঠ হল মন্দিরে। আজকের দিনে আমরা ৭৫০ জন ভক্তকে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করেছি। উল্লেখ্য, এই এলাকায় আগে কোনো রাধা গোবিন্দ মন্দির ছিল না। আমাদের কয়েকজনের প্রচেষ্টায় মন্দির নির্মানের কাজ শুরু করেছি। এখনও সম্পূর্ণ হয়নি মন্দিরের কাজ। তবে যদি কোনো ভক্ত বা সহৃদয় ব্যক্তি মন্দির নির্মাণ প্রকল্পে দান করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন।