কৃষ্ণ নামের ঢেউ তুলে ধরেন পঙ্কজবাবু।

0
259

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শিমুরালি মালোপাড়া গ্রাম বাসী দের উদ্দ‍্যোগে যে ২৪ প্রহর নাম কীর্ত্তনের আয়োজন করেছিল। আজ পালা কীর্ত্তন তুলে ধরে গ্রামবাসীদের কাছে। সারেগামা খ‍্যাত পঙ্কজ নট্ট কে দিয়ে।কৃষ্ণ নামের ঢেউ তুলে ধরেন পঙ্কজবাবু। কয়েক হাজার কৃষ্ণ ভক্ত মানুষ কে কাঁদিয়ে গেলেন পঙ্কজ বাবু।