নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার কৃষ্ণগঞ্জ এর মাজদিয়া রেলবাজার হাই স্কুলে গতকাল ধর্মঘটের প্রভাব পড়েছিল মারাত্মকভাবে । বিদ্যালয়ে একজন শিক্ষক শিক্ষিকা আসেননি । আসেননি কোন ছাত্র-ছাত্রী । ফলে স্কুল সম্পূর্ণরূপে বন্ধ ছিল । আজ বিদ্যালয়ের স্কুলের শিক্ষক শিক্ষিকারা আসেন অন্যদিনের মতোই । ট্রেন দেরি থাকার জন্য কিছু শিক্ষক শিক্ষিকা কিছু সময় দেরিতে পৌঁছান স্কুলের সামনে । এর প্রতিবাদে তৃণমূলের কিছু লোকজন বিদ্যালয়ে দেরিতে আসার কারণে শিক্ষক-শিক্ষিকাদের ঢুকতে দেননি । যদিও প্রধান শিক্ষক বলেছেন যারা ঢুকতে দেননি তারা ভুল করে ঢুকতে দেননি । কারণ তারা নিয়ম জানেন না । বিদ্যালয়ের নিয়ম মাফিক শিক্ষার আসলেও তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি । বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্ষেপ করে বলেন দুজন শিক্ষককে বিদ্যালয়ের কাজে পাঠানো হয়েছিল তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলও ছড়িয়েছে । শিক্ষক মহলে দাবী গতকাল তারা বিদ্যালয়ে না আসার জন্যই আজ তৃণমূলের কিছু লোকজন এই ধরনের কাজ করেছেন । স্কুলে ঢুকতে না দেয়ার জন্যই অনেক শিক্ষক-শিক্ষিকারা বাড়ি ফিরে যান । যদিও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা দেরিতে আসেন সেই জন্যই তারা এই কাজ করেছেন । বিদ্যালয় ছাত্রছাত্রীরা দেরি করে আসলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ঢুকতে দেয় না । তাই তারা আজ সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আসলেও তাদের তারা ঢুকতে দেবেন না ।