দুপুরে মা বিশ্রাম নিতে বলার পরেই গায়ে আগুন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থির, অসুস্থ মোট চার।

0
307

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- আগামীকাল পরীক্ষা, পড়া, নাচে গানে, আঁকায় পারদর্শী,। সোমবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরের ডাঙ্গা পাড়ায়, মৃত ছাত্রী মৌমিস্টা ভাদুড়ী সহরের অন্যতম রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থি।
এলাকাবাসি এবং শিক্ষিকা মহল সূত্রে জানা গেছে, মেধাবী ছাত্রী ছিলো মৌমিষ্টা, তবে অত্যাধিক মানষিক চাপ ছিলো আগামীকাল থেকে শুরু হতে যাওয়া উচ্চ্ মাধ্যমিক পরীক্ষা নিয়ে, আজ দুপুরে খাওয়া দাওয়ার পর মৃত পরিক্ষার্থির মা মেয়ে কে বিশ্রাম নেবার কথা বলে পাশের ঘরে যান, আচমকাই বাথরুম থেকে ধোওয়া চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখেন মেয়ের শরীরে জ্বলছে আগুন।
প্রথমে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে আগুনে পুড়ে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থিকে নিয়ে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সামান্য কিছু সময় মৃতুর সঙ্গে লড়াই করে অবশেষে জীবন যুদ্ধে হার মানতে হয় মৌমস্টা কে।
ঘটনার খবর পেয়েই নিজের মেয়ের সহ পাঠির খোঁজ নিতে আসা এক অভিভাবক জমালেন, আমার মেয়ের সঙ্গেই পড়তো আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিলো।

ঘটনার খবর পেয়েই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলার কনভেনর অঞ্জন দাস, ঘটনা প্রসঙ্গে তিনি বলেন এমন দুঃসংবাদ যে কোনো ভাষা খুজে পাচ্ছি না পরিবারটিকে সান্তনা দেবার মতো।

অপরদিকে এই ঘটনা ছাড়াও পরিক্ষার চাপ নিতে গিয়ে অসুস্থ্য হয়ে আরও তিন জন ভর্তি রয়েছে সহরের বেসরকারি হাসপাতালে,ওপর এক পরীক্ষার্থির পক্স হওয়ায় ইতিমধ্যে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি আছে বলে সূত্রের খবর।