সুভাষপল্লী এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করা যাবে না, প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়লেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।

0
180

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জটেশ্বর বাজার সংলগ্ন সুভাষপল্লী এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করা যাবে না। মঙ্গলবার বিকালে তার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়লেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যেখানে বর্জ্য ফেলা হবে বলে ঠিক হয়েছে, সেখানে এলাকার মানুষ জন যাতায়াত করেন। এটি জনবসতি এলাকা তাই এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করা যাবে না। এদিন ফালাকাটা ব্লক প্রশাসনের আধিকারিকগন সংলগ্ন এলাকা পরিদর্শনে আসেন তাদের দেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের বক্তব্য, এই জায়গায় বহু মানুষের বসবাস। তারপরেও জায়গাটিকে কী ভাবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করার সিদ্ধান্ত নেওয়া হল, তা আমরা বুঝতে পারছি না। স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত বদল না করলে বৃহত্তর আন্দোলনে নামব।