উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে ক্লাসরুমে ভাংচুর চালালো একদল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

0
245

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে ক্লাসরুমে ভাংচুর চালালো একদল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ভাঙলো একাধিক চেয়ার, ব্ল্যাকবোর্ড, বাথরুমের সরঞ্জাম সহ একাধিক জল খাওয়ার পাত্র। বৃহস্পতিবার দুপুরে ছড়ালো চাঞ্চল।
ঘটনাটি নদিয়ার রানাঘাট থানা এলাকার নাসরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের।
স্কুল সূত্রে জানা যায়, পায়রাডাঙ্গা ভূদেব স্মৃতি বিদ্যাপীঠ ও রানাঘাট নাসরা বালিকা বিদ্যালয়ের মোট ৪৩১ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সিট পড়েছে রানাঘাট নাসরা উচ্চ বিদ্যালয়ে। এদের মধ্যে পায়রাডাঙ্গা ভূদেব স্মৃতি বিদ্যাপীঠের গত বছরের অনুতীর্ণ ১০ জন ছাত্র পরীক্ষা দিচ্ছিলেন। ওই স্কুলের দ্বিতলের ২১২ নম্বর ঘরে। এদের মধ্যে গত বছরের অনুত্তীর্ণ ৯ জন ছাত্র দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষা শেষ হওয়ার পর, পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষকেরা বেরিয়ে গেলে ওই ছাত্ররা ভাঙচুর করে।
স্কুলের প্রধান শিক্ষক সুবীর ভৌমিক জানান, পায়রাডাঙ্গা ভূতে স্মৃতি বিদ্যাপীঠের গত বছরের অনুত্তীর্ণ ১০ জন ছাত্রের মধ্যে ৯ জন ছাত্র ২১২ নম্বর ঘরে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তারা সকলের অলক্ষে দুটি ক্লাসরুমের ব্ল্যাকবোর্ড, একাধিক চেয়ার এবং জল খাওয়ার পাত্র সহ বাথরুমে একাধিক সরঞ্জাম ভাঙচুর করে। গোটা বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।