দুবরাজপুরে চালু হল মেডিওয়েব অ্যাম্বুলেন্স পরিষেবা।

0
310

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- জরুরি পরিষেবায় কারও মুখাপেক্ষী না হয়ে সাধারণ মানুষের জন‍্য যে নিজস্ব উদ‍্যোগেও গুরুত্বপূর্ণ কাজ করা যায় তার প্রমাণ মিললো আবার।বিশেষ আনন্দ ও ভরসার কথা, তাতে অগ্রণী ভূমিকা নিয়েছেন যুবারাই। তাঁদের প্রয়াসেই বীরভূম জেলার দুবরাজপুর পৌর এলাকায় চালু হ’লো অ্যাম্বুলেন্স পরিষেবা। তাই দুবরাজপুর রঞ্জনবাজারের বাসিন্দা দীনবন্ধু মণ্ডল, মৃত্যুঞ্জয় মণ্ডল সহ বেশ কয়েকজনের উদ্যোগে আজ দুবরাজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজারের পালকি অনুষ্ঠান ভবনের সামনে এম্বুলেন্সের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বুল্টি চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী সেখ নূর মহম্মদ সহ আরও অনেকে। এই এম্বুলেন্স পরিষেবা চালু করার করার জন্য দীনবন্ধু মণ্ডলের বন্ধু শুভঙ্কর দাস এম্বুলেন্সটি দান করেছেন। তিনি একজন ভারতীয় সৈনিক। এ বিষয়ে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে জানান, এটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা। কারণ আমাদের দুবরাজপুরে ৫০ হাজার মানুষের বসবাস। আমাদের প্রতিনিয়ত রোগীদের দুর্গাপুর, বর্ধমান, কলকাতা নিয়ে যেতে হয়। আর আমাদের পৌরসভাতে একটি মাত্র এম্বুলেন্স রয়েছে। আমরা সকলকে পরিষেবা দিয়ে উঠতে পারি না। তবে এরকম মানুষেরা এগিয়ে এসেছেন এবং এম্বুলেন্স পরিষেবা চালু করলেন খুব লাগছে। পাশাপাশি উদ্যোক্তা দীনবন্ধু মণ্ডল জানান, আমাদের এখানে অনেক গরিব মানুষ রয়েছেন। যাঁরা এম্বুলেন্সের জন্য হাসপাতালে যেতে পারেন না। তাই আমার একজন বন্ধু যিনি ভারতীয় সৈনিকে কর্মরত তিনি গরিব মানুষদের জন্য এই এম্বুলেন্স দিয়ে পাঠিয়েছেন।