কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: “নিশীথ প্রামাণিক কোচবিহার জেলার সব চেয়ে বড় চাকরি চোর। সব চেয়ে বড় জমি মাফিয়া। আমি তার বিরুদ্ধে এমন ৫০ জনের কাছে টাকা নিয়েছে প্রমাণ দিতে পারবো। ইডি সিবিআই আমাকে ডাকুক। কিন্তু তা করবে না।” কোচবিহার রবীন্দ্র ভবনে সংখ্যালঘু সেলের জেলা সম্মেলনে এসে নিশীথ প্রামাণিককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
উল্লেখ্য, রাজ্য জুড়ে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি নিয়ে বিরোধী দল গুলো তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে। পাশাপাশি বিজেপি ইচ্ছাকৃতভাবে ইডি সিবিআই দিয়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করছে বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের দাবি,বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এগুলো করছে।
এদিন ওই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘এজেন্সি দিয়ে যদি শাস্তির বন্দবস্ত হয় তাহলে আমি বলবো এই জেলার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করুক। তার চাইতে আর বড় চাকরি চোর এই জেলায় কেউ নেই। তার চাইতে বড় জমি চোর আর কেউ নেই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো চাকরি দেওয়ার নাম করে সে ৫০ জনের কাছ থেকে টাকা তুলেছে তাদের নাম আমি বলে দিতে পারবো। ইডি সিবিআই আমাকে ডাকুক,আমি তা প্রমাণ দেবো। তাদের বেলায় ডাকা হবে না।’