পূর্ব মেদিনীপুর-মহিষাদল, নিজস্ব সংবাদদাতা: – পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বেতকুন্ডু অঞ্চলের পঞ্চায়েত প্রধান মৌমিতা দাস হালদারের বিরুদ্ধে গ্রামবাসীদের নিগ্রহের অভিযোগ উঠল। অভিযোগ গ্রামের অনুষ্ঠানের জন্য দুই গ্রামবাসী আবেদনপত্র নিয়ে পৌঁছেছিলেন পঞ্চায়েত প্রধানের কাছে। আবেদনপত্র না দেখেই পঞ্চায়েত প্রধান সেই পত্রটি ছিঁড়ে দেন, এবং দুই গ্রামবাসীকে ঝাঁটা দিয়ে প্রহার করেন বলেই অভিযোগ। অপরদিকে পঞ্চায়েত প্রধান বলেন তিনি স্নান করছিলেন এবং সেই সময় ওই দুই যুবক গিয়ে ভিডিও করেন। এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন ওই দুই যুবক। তারা বলেন এই কথা সম্পূর্ণ মিথ্যা। এবং বলেন ভিডিওতেই রয়েছে গ্রাম প্রধানের বস্ত্র সম্পূর্ণ শুকনো। অর্থাৎ তিনি মিথ্যা অভিযোগ করছেন।
Home রাজ্য দক্ষিণ বাংলা গ্রামবাসীকে শারীরিক নিগ্রহের অভিযোগ, অভিযোগের তীর গ্রাম প্রধানের দিকে, মহিষাদল এর বেতকুন্ডু...