পড়ে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সাথে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ।

0
285

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পড়ে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সাথে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। আজ বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে তিনি এই বৈঠক সারলেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। সেই সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধি প্রতি লিপিকা রায় এবং বালুরঘাট গঙ্গারামপুর দুই পুরসভার চেয়ারম্যানেরাও।

বৈঠক শেষে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী জানান আগের প্রকল্প গুলির কাজ দ্রুত শেষ করতে জেলাপ্রশাসনের সাথে পর্যালোচনা করতেই এই বৈঠক। প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এ কথাও জানিয়েছেন যে এই মুহূর্তে নতুন কোন বড় প্রকল্প শুরু করা হচ্ছে না। পূর্বের প্রকল্পগুলির কাজ সম্পন্ন করবার পরই নতুন পরিকল্পনা নেওয়া হবে। পাশাপাশি তিনি এ কথাও জানিয়েছেন যে প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের এই তৎপরতার সাথে পঞ্চায়েত নির্বাচনের কোন সম্পর্ক নেই।