পরিত্যক্ত সিলিন্ডার কাটাই করতে গিয়ে হাওড়ার ঘুসুড়িতে বিস্ফোরণ, জখম ৬ শ্রমিক! কয়েকজনের অবস্থা গুরুতর।

0
256

হাওড়া, নিজস্ব সংবাদদাতাঃ- উত্তর হাওড়ার ঘুসুড়িতে লোহার স্ক্র‍্যাব কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জখম হলেন কমপক্ষে ৬ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের প্রথমে ঘুসুড়ির জয়সোয়াল হাসপাতালে এবং পরে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাওড়ার মালিপাঁচঘড়া থানার ঘুসুড়ির গুহ রোডে লোহার স্ক্রাব কারখানায় পরিত্যক্ত গ্যাস ট্যাঙ্কার কাটতে গিয়েই ওই ঘটনা ঘটে, সিলিন্ডার ফেটে ছয় শ্রমিক জখম হয়। এদিন কয়েকজন শ্রমিক কাজ করছিল। অক্সিজেন ও হাইড্রোজেন সিলিন্ডার দিয়ে পরিত্যক্ত গ্যাস ট্যাঙ্কারের লোহার বডি কাটছিলেন তারা। হঠাৎই ফুলকি থেকে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন তারা। বিকট শব্দে এলাকার লোকজন ছুটে আসে। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। এলাকার লোকজন ছুটে এসে জখম শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়াও স্থানীয় সুত্রে আরো জানা গিয়েছে, এই কারখানায় বেআইনিভাবে পরিত্যক্ত গ্যাস সিলিন্ডার কাটাই করা হত। এদিন বিস্ফোরণের পরেই কারখানার ভিতরে গিয়ে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেহের অংশ। যা ঘিরে‌ বিস্ফোরণের তীব্রতা কত বেশি ছিল তা ভেবে শিউরে উঠছেন সকলেই। এখন দেখার বিষয় এইসব বেআইনি কারখানার বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয়।