২৭ শে মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে রানাঘাট নজরুল মঞ্চে আয়োজিত হল বিভিন্ন অনুষ্ঠান।

0
205

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ২৭ শে মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে রানাঘাট নজরুল মঞ্চে আয়োজিত হল বিভিন্ন অনুষ্ঠান। স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটির ব্যবস্থাপনায় সোমবার সন্ধ্যায় প্রবীণ নাট্য শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয়। এই সংস্থার কর্ণধার রাকেশ আলী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন। সংবর্ধনা অনুষ্ঠানের পর পরিবেশিত হয় নাটক নব জাগরণে বিবেকানন্দ পরিবেশন করে রানাঘাট রঙ্গরূপ। বিশ্বনাট্য দিবসে রানাঘাট নজরুল মঞ্চে নাটক দেখতে উপস্থিত ছিলেন বহু নাট্যপ্রেমী দর্শক।