রাজ্যের মুখ্যমন্ত্রী ‘ডাকাত রাণী’ বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সহ সভাপতি, বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের।

0
207

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : রাজ্যের মুখ্যমন্ত্রী ‘ডাকাত রাণী’ বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সহ সভাপতি, বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের। বৃহস্পতিবার রাম নবমী উপলক্ষ্যে সোনামুখীতে বিশ্ব হিন্দু পরিষদের এক মিছিলে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঐ মন্তব্য করেন। সৌমিত্র খাঁ এদিন আরো বলেন, উনি চাইছেননা ‘রাম রাজত্ব’ তৈরী হোক, চোরেদের বাঁচাতে চাইছেন। কিন্তু আমরা চাইছি মোদিজীর নেতৃত্বে ‘রাম রাজত্ব ও সোনার বাংলা’ তৈরী হোক। একই সঙ্গে তিনি বলেন, ‘বাংলায় ডাকাত পড়েছে, মহা বিপদ ঘরে ঘরে’। ‘ডাকাত রাণী ও তাঁর ভাইপো’ সহ দলকে এ বাংলা থেকে ‘উৎখাত’ করতে হবে বলেও তিনি দাবি করেন।

বিশ্ব হিন্দু পরিষদের এদিনের এই মিছিল পুরো সোনামুখী শহর পরিক্রমা করে। সৌমিত্র খাঁ ছাড়াও সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী ও বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় সংগঠকরা ঐ মিছিলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী জানান , রামকে সবাই ভালোবাসে তাই রামনবমীতে সকলে অংশগ্রহণ করেছেন আর মুখ্যমন্ত্রী চোরেদের বাঁচাতে ধরনায় বসেছেন । এছাড়াও তিনি বলেন , মুখ্যমন্ত্রী তখনই ধরনায় বসেন যখন উনি বুঝে যান বিপদ আমার কাছাকাছি চলে এসেছে বিপদ আমায় ছুঁতে পারে তখন উনি ধরনায় বসেন ।