গ্রামীন এলাকার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার শহরাঞ্চলে শুরু হয়েছে তৃণমূলের দিদির সুরক্ষা কবচ কর্মসূচি।

0
170

নিজস্ব সংবাদদাতা, দঃ দিনাজপুরঃ- গ্রামীন এলাকার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার শহরাঞ্চলে শুরু হয়েছে তৃণমূলের দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। শুক্রবার কর্মসূচিটি চলে বালুরঘাট শহরের ১৬ থেকে ২৫ নম্বর ওয়ার্ডে। যার নেতৃত্ব দেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী। সঙ্গে ছিলেন জেলা তৃণমূল কো-অর্ডিনেটর সুভাষ চাকি সহ অনান্য তৃণমূল নেতা কর্মীরা। এদিন ১৮ নম্বর ওয়ার্ডে থাকা বুড়া কালি মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু হয়। ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনেন প্রদীপ্তা চক্রবর্তীর নেতৃত্বে বের হওয়া দলটি।