এলাকায় আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা নেই, টিউবওয়েল জল থেকে আয়রন পরছে!

0
288

নিজস্ব সংবাদদাতা, মালদা:–জল না বিষ পান করছেন এলাকার মানুষ। এলাকায় আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা নেই। টিউবওয়েল জল থেকে আয়রন পরছে। সেই আয়রন জলই ফিল্টার করে খেতে হচ্ছে এলাকার মানুষদের। বালির মধ্যে জল রাখা হচ্ছে । সেই জল ফিল্টার করে অন্য পাত্রে রেখে তারপর সেই জল খাচ্ছেন এলাকার মানুষ। তবে যে বালির মধ্যে জল ডালা হচ্ছে সেই সাদা বালি লাল হয়ে যাচ্ছে।। এই সমস্যা দীর্ঘদিনের এখনো পর্যন্ত কোন সুরাহা হয়নি। এমনই ছবি দেখা গেল কালিয়াচক এক নম্বর ব্লকের সিলামপুর গ্রাম পঞ্চায়েতের খালতীপুর সহ আরো বিস্তীর্ণ এলাকা জুড়ে। ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসক এমনকি পঞ্চায়েতকে বহুবার জানানো হলো আর্সেনিক মুক্ত পানীয় জলের কোন সুরাহা হয়নি।। এলাকার মানুষেরা এদিন ক্ষোভ উগরে দিচ্ছেন।