পালিত হল ইন্টারন্যাশনাল ট্রানজেনডার ডে অফ ভিজিবিলিটি।

0
278

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- এই উপলক্ষে জলপাইগুড়ি YRG Care অফিসে ট্রান্সজেন্ডার কমিউনিটির মানুষদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি অর্থাৎ আন্তর্জাতিক ট্রানজেন্ডার দৃশ্যমান্যতা দিবস। এই উপলক্ষে জলপাইগুড়ি YRG CARE (TG) অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জলপাইগুড়ি শহরের প্রায় ৫০ জনেরও বেশি ট্রান্সজেন্ডার কমিটি মানুষ উপস্থিত হয়ে সাজগোজ করে নাচ গান খাওয়া দাওয়া নিয়ে একটি আনন্দমুখর দিন পালন করে।


YRG Care সংস্থার তরফে অমৃত ঘোষ জানান, ”আমরা সারা বছরব্যাপী ট্রানজেন্ডার কমিউনিটির মানুষদের জন্য বিভিন্ন ধরনের সেবামূলক কাজ যথা স্বাস্থ্য পরিষেবা, SRS পরিষেবা, পরিচয় পত্র পরিষেবা সহ বিভিন্ন বিশেষ দিন উদযাপন করে থাকি । আজ আন্তর্জাতিক ট্রানজেন্ডার দিবসে সাধারণ মানুষের কাছে এদের পরিচয় এবং এদের প্রতি সহানুভূতিশীল হতে আবেদন জানানো হয় ।”