নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা মজুরী,কাজের ঠিকা প্রথা বন্ধ,শ্রমকোড বাতিল,ফসলের ন্যায্য দাম,রেগাতে দুশো দিনের কাজ ও দৈনিক ছয়শো টাকা মজুরী,দ্রব্যমূল্য রোধ,সকলের জন্য রেশন ব্যবস্থা,বিদ্যুৎ বিল ও জাতীয় শিক্ষানীতি বাতিল,সকলের জন্য বাসস্থান সহ চোদ্দ দফা দাবী জানিয়ে চাকদহ এরিয়া কমিটির পক্ষ থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে রাউতাড়ি বাজার পযর্ন্ত মশাল মিছিল সংগঠিত হয়। মিছিলে বহু মানুষ পা মেলালেন।