কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ- গত ২রা এপ্রিল কলকাতার জ্ঞান মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল একটি বিশেষ award show।
যেখানে বিশেষভাবে সম্মানিত হয়েছে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়, বিখ্যাত গায়ক সিধু, বিখ্যাত ফুটবলার সুব্রত ভট্টাচার্য সহ নানান জ্ঞানী গুণী ব্যক্তিরা, বিশেষভাবে কিছু বইয়ের উন্মোচন , যাতে অনুষ্ঠানের মাধুর্যতা ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকএর হাতে সম্বর্ধনা পত্র এবং স্মারক তুলে দিলেন চক্রবর্তী অ্যান্ড সন্স এর কর্ণধার সিতাংশু চক্রবর্তী মহাশয়।
Leave a Reply