দিদির সুরক্ষা কবচে এইবার পঞ্চায়েত সদস্য হাতে ব্যাগ নিয়েই মানুষের বাড়ি বাড়ি গিয়ে এলাকার বাসিন্দাদের নানা সমস্যার কথা শুনলেন।

0
275

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- দিদির সুরক্ষা কবচে এইবার পঞ্চায়েত সদস্য হাতে ব্যাগ নিয়েই মানুষের বাড়ি বাড়ি গিয়ে এলাকার বাসিন্দাদের নানা সমস্যার কথা শুনলেন।পাহারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তরগত বালাপাড়া বুথে পঞায়েট সদস্য বিকাশ বসাক হাতে ব্যাগ নিয়ে দিদির দূত হিসেবে মানুষের বাড়ি বাড়ি তাদের কি কি সমস্যা বা তাদের সরকারী প্রকল্প বাস্তবায়ন কতটা হয়েছে বা তারা পায়নি তা বিস্তারিত শুনেছেন। যদিও এলাকার বাসিন্দারা বলেন কিছু সমস্যা থাকলেও বেশিরভাগ লোকের লক্ষির ভান্ডারের সমস্যা আছে। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে তি সমাধান হবে। পঞায়েট সদস্য বিকাশ বসাক বলেন মানুষের সমস্যা সমাধানের জন্য আসা। সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমাধান হবে।আজকের কর্মসূচি তে উপস্থিত ছিলেন পাহারপুর মাদার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মহেসিন আলি,পাহারপুর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সাজাহান চৌধুরী সহ পঞায়েট বিকাশ বসাক।