লক্ষাধিক মানুষের সমাগমে জমজমাট হয়ে উঠল আদিবাসীদের ঐতিহ্যবাহী সজনাদিঘির মেলা।

0
164

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—— চৈত্রের তীব্র রোদ আর গরমকে উপেক্ষা করে লক্ষাধিক মানুষের সমাগমে জমজমাট হয়ে উঠল আদিবাসীদের ঐতিহ্যবাহী সজনাদিঘির মেলা। দুবছর আগে করোনা আবহে মেলা নিষ্প্রাণ হয়ে গিয়েছিল। করোনা পরিস্থিতি কাটতেই দুর দূরান্ত থেকে আবারো আসা লক্ষাধিক মানুষের সমাগমে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই মেলা। শনিবার রাত থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামীকাল পর্যন্ত। জানা গিয়েছে ভাঙা মেলার রেশ থাকবে দিনভর। মেলা উপলক্ষে নানারকমের পসরা সাজিয়ে বসেছে বসেছে বিভিন্ন দোকানপাট। সজনাদিঘীর মেলাকে ঘিরে প্রকৃত অর্থেই আদিবাসী সমাজের উৎসবের মেজাজ।
মালদা- নালাগোলা রাজ্য সড়কের মাঝে হবিবপুরের সজনাদিঘি মোড়। সেখান থেকেই পূর্বদিকে লাল মাটির ধুলো উড়িয়ে সজনাদিঘির দিকে হেঁটে চলেছেন হাজার হাজার উৎসাহী মানুষজন। সজনাদিঘি নামে এই গ্রামেই প্রতি বছর দোল পূর্ণিমার পরের পূর্ণিমতে নির্দিষ্ট তিথিতে এক দিন এক রাত্রির জন্য বসে মেলা। কথিত প্রায় ২০০ বছর আগে শুরু হওয়া এই মেলা সজনাদিঘি মেলা নামেই পরিচিত।
মেলা প্রাঙ্গণে মন্দিরে অবস্থিত শিবলিঙ্গকে সাত দিন ধরে পুজো দিয়ে ঐতিহ্য মেনে একটি চড়ক ঘুরিয়ে মেলার সূচনা হয়। মেলা আয়োজকদের পক্ষে ক্লাবের সম্পাদক বলেন, দুশো বছরের বেশি পুরোনো এই সজনাদিঘির মেলা আদিবাসীদের প্রাণের উৎসব। মালদা জেলা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য বিহার,ঝাড়খণ্ড, আসাম, উড়িষ্যা সহ বিভিন্ন জেলার আদিবাসী মানুষজনের সমাগম হয় এই মেলাতে। এই সজনাদিঘির মেলাকে ঘিরে এলাকায় এখন উৎসবের মেজাজ।