পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লক প্রশাসনের কয়েক কোটি টাকা প্রাণী বন্ধুদের অ্যাকাউন্টে,রাজ্য সরকারের টাকা নয়ছয় করে নির্বাচনে খরচ করবে শাসক দল অভিযোগ বিরোধীদের, চাঞ্চল্যকর ঘটনা সামনে এল পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে। হঠাৎ করেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ লক্ষ টাকা! এদিকে, এই ঘটনা জানাজানি হতেই রীতি মতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তবে, অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ঢুকলেও সেই চিন্তায় ঘুম উড়েছে ওই ব্যক্তিদের। মূলত, তাঁরা মহিষাদলের ব্লক প্রাণী বন্ধু হিসেবে কর্মরত রয়েছেন এমতাবস্থায়, কি ভাবে এবং কেন ওই বিপুল অর্থ তাঁদের অ্যাকাউন্টে ঢুকল তার উত্তর খুঁজতে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। যদিও, তারপরে খোঁজ খবর নিয়ে জানা যায় ভুল করেই ঘটেছে এই ঘটনা। পাশাপাশি, বিষয়টির গুরুত্ব বুঝে ব্লক প্রশাসন ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। এরপর সংশ্লিষ্ট অ্যাকাউন্ট গুলিতে লেনদেন বন্ধ করে দেওয়া হয় বলেও জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মহিষাদল ব্লকের বেশ কয়েক জন প্রাণী বন্ধুদের অ্যাকাউন্টে ওই লক্ষ লক্ষ টাকা ঢুকে যায়। তাঁদের মধ্যে কেউ কেউ ছয় লক্ষ, কেউ আবার পাঁচ লক্ষ, এমনকি ৯ লক্ষ টাকাও এসে উপস্থিত হয় অ্যাকাউন্টে। এর পরই প্রাণী বন্ধুদের টাকা ফেরতের নির্দেশ দেয় মহিষাদল ব্লক প্রশাসন। তবে, ব্লক প্রশাসনের টাকা কিভাবে সরাসরি প্রাণী বন্ধুদের অ্যাকাউন্টে ঢুকল, তা নিয়েও স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় উঠে পড়ে লেগেছে বিরোধীদল গুলি। সিপিআইএম নেতা পরিতোষ পট্টনায়ক বলেন রাজ্য সরকার তার এই সমস্ত দপ্তরের টাকা এলো মেলো ভাবে চারিদিকে ছড়িয়ে দিতে চাইছে। এই টাকা বিভিন্ন লোকের একাউন্টে দিয়ে পরবর্তী কালে সেই টাকা কালেকশন করে এই টাকা নির্বাচনে ব্যবহার করা হবে বলে তার অভিযোগ। অপর দিকে তৃণমূল বিধায়ক (মহিষাদল), তিলক চক্রবর্তী সমস্ত দায় ঝেড়ে ফেলেছেন। তিনি বলেন এই ব্যাপারটি বিডিও এবং ডব্লিউডি অফিসারে দেখার কথা। বিরোধীদের কটা খেয়ে যাবে তিনি বলেন ওদের পঞ্চায়েত সম্পর্কে কোন অভিজ্ঞতা নেই একবার জিততে বলুন। জিতলে পঞ্চায়েতে দায়ভার নিলে সেই অভিজ্ঞতা আসবে এটি কার এখতিয়ারে পড়ছে। Wdo অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি এই ব্যাপারে কোন মন্তব্য করতে চাননি। বিডিও এই ব্যাপারে মন্তব্য করবে বলেই তিনি জানেন অপর দিকে বিডিওর কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Home রাজ্য দক্ষিণ বাংলা ব্লক প্রশাসনের কয়েক কোটি টাকা প্রাণী বন্ধুদের অ্যাকাউন্টে,রাজ্য সরকারের টাকা নয়ছয় করে...