পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের একাধিক প্রকল্পের উদ্বোধনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।লুইসিনা ফলিইরো
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ ছাড়া নিয়ে বলেন, তাকে পদত্যাগ করানো হয়েছে। ভেবেছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন দলে নিয়ে এলে গোয়ায় জিতে যাবেন। এক একটা ভোটের জন্য ৬ হাজার টাকা খরচ করেছে তাও ভোট পায়নি। লুটপাট হিংসার রাজনীতি সারা দেশ জেনে গেছে তাই কেউ ভোট দেয়নি। ভোট পায়নি বলে জাতীয় দল থেকে রাজ্যের দল হয়ে গেছে।
হেডমাস্টারের চেয়ারে বিধায়কের বসা নিয়ে বলেন, বিধায়ক হেডমাস্টারের চেয়ারে বসবেন বিডিও র চেয়ারে বসবেন, এখানে পার্টি আর সরকার বলে কিছু নেই। সবকিছুকে নিজের সম্পত্তি মনে করেন। তাই বিডিওর অফিসে বসে পার্টির মিটিং করছেন। সরকারি অফিস কে পার্টি অফিস বানানো এটা উচিত নয়। রাজ্যপালের অতিসক্রিয় তাকে কটাক্ষ ব্রাত্য বসুর, প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন সক্রিয় হলে মুশকিল না হলেও মুশকিল। লুটপাট করবে সেটা দেখতে গেলেই মুশকিল হবে এটা চলতে পারেনা
Home রাজ্য দক্ষিণ বাংলা নারায়ণগড়ের একাধিক প্রকল্পের উদ্বোধনে এসে একাধিক প্রসঙ্গ নিয়ে রাজ্যকে নিশানা দিলীপ ঘোষের।