কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- রাজার শহর কোচবিহার। সেই কোচবিহার শহর এখন হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত। সেই শহরকে সুন্দর করে সাজানোর উদ্যোগ নিয়েছে কোচবিহার পৌরসভা। পৌরসভার বিভিন্ন এলাকায় মাইকিং করে যত্রতত্র ময়লা ফেলা নিষিদ্ধ করেছে পৌরসভা। তার পরেও কতিপয় মানুষ সেই শহরকে নোংরা করার চেষ্টা করে চলেছে। এমনি এক মহিলাকে নোংরা ফেলানোর সময় হাতে নাতে ধরে ফেলেন খোত চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন কোচবিহার শহরের বাদুর বাগান এলাকায় এক মহিলা দুটি ড্র্যামে করে নোংরা নিয়ে এসে ড্রেনে ফেলে দেয়। সেই সময় চেয়ারম্যান একটি প্রোগ্রামে যাচ্ছিলেন। সেই সময় ওই মহিলা বাড়ির নোংরা আবর্জনা ড্রামে করে নিয়ে এসে ড্রেনে ফেলছে। যা দেখে হতবাক চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। পরে তিনি গাড়ি থেকে নেমে ওই মহিলাকে আটক করে এবং যে নোংরা গুলো ড্রেনে ফেলেছে সে গুলো তাকে দিয়ে ড্রেন থেকে তুলে নেন। তারপর তাকে ধমক দেন এবং পরবর্তীতে এমন ঘটনা ঘটলে পৌরসভার আইন অনুযায়ী জরিমানার কোথাও তাকে জানান।
এদিন এবিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, আজ বাদুড়বাগান এলাকা দিয়ে যখন আমি একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যাচ্ছিলাম। এ সময় দেখতে পাই একজন মহিলা দুটি নীল রঙের ড্রামে করে নোংরা আবর্জনা নিয়ে এসে ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছে। বিষয়টা দেখে হতবাক হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ে ওই মহিলাকে জিজ্ঞাসা করলাম এটা কি নোংরাম হচ্ছে। পৌরসভার থেকে আপনাদের নোংরা রাখার বালটি দিয়েছে এবং পৌরসভার লোক প্রত্যেক দিনে এসে সেই নোংরা নিয়ে যাচ্ছে। তারপরেও আপনারা এভাবে নোংরা আবর্জনা দিয়ে ড্রেন গুলো নষ্ট করার চেষ্টা করছেন। আপনি যে নোংরাগুলি ফেলেছেন সেগুলো তুলে বাড়িতে নিয়ে যাবেন। পরে তিনি সেই নোংরা গুলো তুলে বাড়িতে নিয়ে যান। তাকে ধমক দেই এবং ওয়ার্নিং দিয়ে আসি যে ভবিষ্যতে এরকম করলে পৌরসভার আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।