কলেজের হোস্টেল থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার।

0
258

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া: বিষ্ণুপুর পাবলিক ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে কলেজ চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত ছাত্রের নাম রাহুল মন্ডল। (২০) বাড়ি বাঁকুড়া জেলার ছাতনা থানার মন্ডল কেশরা গ্রামে। বিষ্ণুপুর পাবলিক ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র।

জানা গেছে, রাহুল মন্ডল ২০২১ সালে বিষ্ণুপুর পাবলিক ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়। তখন থেকেই কলেজের হোস্টেলে থাকতো। রাহুলের সাথে থাকতো আরো আট-দশ জন বন্ধু একই রুমে। গত ১৩ এপ্রিল পরীক্ষা শেষ হলে সমস্ত বন্ধুরা বাড়ি চলে গেলেও রাহুল থেকে যায় হোস্টেলে রুমে। গতকাল রাতেও অন্যান্য বন্ধুদের সাথে রাত্রি বারোটা পর্যন্ত আড্ডা মারে অন্যান্য বন্ধুদের রুমে। এরপর যে যার মত নিজের নিজের রুমে চলে যায়। আজ সকালে যখন তার সহপাঠীরা তাকে ডাকতে আসে তখন দেখে ঘরের দরজা বন্ধ। বহু ডাকাডাকির পরে সে দরজা না খুললে এক বন্ধু জানলা দিয়ে দেখে রাহুল ঘরে থাকা সিলিং পাখায় গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তড়িঘড়ির খবর দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষকে ঘটনাস্থলে ছুটে আসে কলেজের স্টাফেরা। খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায় এরপর ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায় বিষ্ণুপুর জেলা হাসপাতালে। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বিষ্ণুপুর থানার পুলিশ।