১২ ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সিঙ্গেল অভিযান মালদা জেলা কমিটি।

0
139

নিজস্ব সংবাদদাতা, মালদা:—মহিলা বিরোধী আদিবাসী বিরোধী বাংলা সরকারের বিরুদ্ধে ১২ ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সিঙ্গেল অভিযান মালদা জেলা কমিটি,এদিন পাঁচ দফা দাবিতে বাংলা বন্ধ ডাকা হয়।এদিন মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে সকাল থেকে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। জেলা বিভিন্ন ব্লকের পাশাপাশি হবিবপুর ও বামনগোলা ব্লকে সকাল থেকে প্রভাব পড়েছে । উল্লেখ্য মহিলা বিরোধী, আদিবাসী বিরোধী, ন্যয় বিরোধী, ও সম্প্রতি বালুরঘাটে আদিবাসী মহিলাদের দন্ডী খাটানোর সহ বিভিন্ন প্রতিবাদ জানিয়ে ১৭ই এপ্রিল আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে বাংলা বন্ধ। সেই পরিপ্রেক্ষিতে এদিন সকাল থেকে হবিবপুর থানার ১২ মাইল এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় থাকে। এদিন সকাল থেকে আদিবাসী সিঙ্গেল অভিযানের সদস্যরা হাতে প্লে কার্ড নিয়ে ধামসা মাদল বাদী বাজিয়ে, তীর ধনুক নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। এখানে নেতৃত্ব দেন দিলিপ টুডু।যার যেরে সকাল থেকে মালদা নালাগোলা রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর ও বামনগোলা থানার বিশাল পুলিশবাহিনী।জরুরী পরিষেবা গাড়ি ছাড়লেও যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ আছে।