স্বাস্থ্য কেন্দ্র অন্য জায়গায় নিয়ে যাওয়ার দাবিতে পৌরসভার চেয়ারম্যানের দ্বারস্থ হরিজন সমাজ।

0
371

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  শহরের ১১ নং ওয়ার্ডে গান্ধী কলোনি এলাকার হরিজন পল্লীর চিহ্নিত জায়গায় যাতে স্বাস্থ্য কেন্দ্র করা না হয় সেই দাবিতে কোচবিহার পৌরসভার চেয়ারম্যানে দ্বারস্থ হন হরিজন বাসফর সমাজ। এদিন তারা কোচবিহার পৌরসভায় গিয়ে রবীন্দ্রনাথ ঘোষের একটি স্মারকলিপি প্রদান করেন। এদিন সেখানে উপস্থিত ছিলেন গৌতম বাসফোর, রঘুবীর হরিজন, অনির্বাণ হরিজন সহ আরও অনেক।

তাদের দাবি, গান্ধী কলোনিতে হরিজন সমাজের বসবাস। রাজ আমল থেকে তারা সেখানে বসবাস করেন। বীরেন কুন্ডু পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন তাদের জন্য ৭টি হাউজিংয়ের ৪২ টি কোয়াটার করে দেন। এবং সেখানে একটি খোলা জায়গা রয়েছে। সেই জায়গায় তারা নানা সামাজিক অনুষ্ঠান করেন। সেখানে সেখানকার ছেলে মেয়েরা খেলাধুলা করেন। তারা শুনেছে ওই জায়গায় কোচবিহার পৌরসভা স্বাস্থ্য কেন্দ্র তৈরি করবে। তারা চান, ওই জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় ওই স্বাস্থ্য কেন্দ্র করা হোক। সেখানে স্বাস্থ্য কেন্দ্র হলে তাদের দম ফেলার জায়গা থাকবে না। বিষয়টি নিয়ে কয়েকশো মানুষের স্বাক্ষর সংগ্রাম করেন এবং সংবলিত দাবি পত্র সহ কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের কাছে জমা দেন।