জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- হোল সেল এবং খুচরো ব্যাবসায়ীদের বিবাদের জেরে মঙ্গলবার থেকে মাছ বাজারে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। অবশেষে খুলল সেই জট।
উল্লেখ্য, মঙ্গলবার থেকেই বকেয়া অর্থ সহ বিশেষ ছাড় নিয়ে হোল সেল মাছ ব্যাবসায়ী এবং খুচরো মাছ ব্যাবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে।
একে অপরের ওপর দোষারোপ করে ইতিমধ্যেই কোতোয়ালী থানায় অভিযোগ ও করেছে।, এই প্রসঙ্গে হোল সেল ফিস মার্চেন্ট অ্যাসোসিয়েশন সম্পাদক বিশ্বজিত মিত্র, সরাসরি জানিয়ে দেন, কোনো বিবাদ নেই, ভুল বোঝাবুঝির জন্য বাজার বন্ধ রাখা হয়েছিল। কিন্তু আমাদের সমস্যা মোটামুটি সমাধান হয়েছে। তাই আজ থেকে মাছের আরদেরবাজার খুলে দেবা হলো । খুচরো মাছ ব্যবসায়ী রা বলেন এক পারসেন ছাড় দিবে। পাশাপাশি কিছু ভুল বোঝাবুঝির জন্য এই সমস্যার সমাধান হয়েছিল আজ তার মিটে গেছে। বাজারের এক ক্রেতাবলেন দুই দিন সমস্যার মধ্যে ছিলাম। কারণ মাছ পাইনাই।আজ খুলল । আমাদের সুবিধা হলো।জানা গেছে এই বিবাদের জেরে কয়েক লক্ষটাকা মাছ ব্যবসায়ী দের ক্ষতির মুখে পড়তে হয়েছে।