শিল্পের সমৃদ্ধির লক্ষ্যে শিল্প উদ্যোগীদের নিয়ে জেলায় প্রথম বৈঠকনর্থ বেঙ্গল মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজের ফ্যাসিলিটেশন কাউন্সিলের।

0
441

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কোচবিহার জেলায় শিল্পের সমাবেশ বা শিল্পে উন্নয়ন করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই অনুযায়ী নর্থ বেঙ্গল মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজের ফ্যাসিলিটেশন কাউন্সিলের উদ্যোগে শিল্প উদ্যোগী নিয়ে জেলায় প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো কোচবিহারে। এদিন শিল্প উদ্যোগীদের নিয়ে ওই বৈঠক হয় কোচবিহার ল্যাঞ্জডাউন হলে। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার জেলা শাসক পবন কাদিয়ান, নর্থ বেঙ্গল মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজের ফ্যাসিলিটেশন কাউন্সিলের এক্সিকিটিভ মেম্বার সঞ্জয় টিব্রেওয়াল,জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের প্রতিনিধি, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা সহ আরও অনেকে।

জানা গেছে, কোচবিহার জেলাতে নতুন করে শিল্প উদ্যোগীদের নিয়ে এসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তুলতে রাজ্য সরকারের সহায়তায় নর্থ বেঙ্গল মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজের ফ্যাসিলিটেশন কাউন্সিলের উদ্যোগে শিল্পের সমাবেশ বা উন্নয়ন করতে গত ১ লা মার্চ এই কাজ শুরু করেছে সরকার। সেই লক্ষ্যকে সামনে রেখে ছোট বড় শিল্প উদ্যোগীদের নিয়ে জেলায় প্রথম বৈঠক। এই বৈঠকের মূল লক্ষ্য কোচবিহার জেলাকে ভারতের মধ্যে একটা বড় শিল্প কেন্দ্র করার পরিকল্পনা করা এবং আগামী দুই তিন বছরে কোচবিহার শিল্পের দিকে অনেকটা এগিয়ে যাবে বলে আশা করছেন নর্থ বেঙ্গল মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজের ফ্যাসিলিটেশন কাউন্সিলের এক্সিকিটিভ মেম্বার সঞ্জয় টিব্রেওয়াল।