সুদৃষ্টি : রাণু সরকার।

0
399

অবহেলায় বহু বছর
করেছি খরচ শিশু পায়ে হেঁটে,
দেখেছি কত তর্জনগর্জনের মেলা,
সুদৃষ্টিতে দেখিনি কখনো!

আমার কুটিরের পিছে অপরিণত
তরু, তারা ভীষণ দুর্বল কিন্তু মর্যাদাসম্পন্ন,
খরতা ও দরিদ্রতায়,
কচি পাতা গুলোর নিচের
দিকে নিবন্ধ দৃষ্টি-
কিন্ত উদ্ভাবনীশক্তি ছিলো অসামান্য,
ছটফটে জলের বিন্দু গুলো পাতার উপর দোলায়মান!
শিশু পায়ের ধ্বনি ছিলো অর্থসূচক-
মুক্তধারায় আঁখিপল্লব হয় স্থির।