পানীয় জলের সংকট, তৎপর বিডিও।

0
148

সুদীপ সেন, বাঁকুড়া:-  এই প্রচন্ড গ্রীষ্মে খরা প্রবন ,রুক্ষ, শুষ্ক মাটির বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অংশে পানীয় জলের সংকট একটি বড়ো সমস্যা।

বিশেষ করে জেলার শালতোড়া ব্লকে এই সমস্যা দীর্ঘ দিনের।

এরই মধ্যে তিলুড়ী অঞ্চলের সিংরাড্ডী, শালতোড়া অঞ্চলের বাগডাবর,সালমা অঞ্চলের কিছু গ্রামে পানীয় জলের সংকট দেখা দিয়েছে।

ওইসব গ্রামের পুরুষ, মহিলা নির্বিশেষে অনেক মানুষ শালতোড়া ব্লক অফিসে আসেন এই গরমে পানীয় জলের সংকট যাতে মেটানো যায় তার দাবি নিয়ে।

শালতোড়ার বিডিও শ্রীযুক্ত মানস কুমার গিরি জানান,সর্বাপেক্ষা অধিক গুরুত্ব দিয়ে পানীয় জলের বিষয় টি দেখা হচ্ছে।
এই ব্যাপারে স্থানীয় ক্ষেত্রে যেগুলি সমাধান যোগ্য সেগুলি দ্রুত সমাধান করার চেষ্টা হচ্ছে।

বাকি সমস্যা সমাধানে বাঁকুড়া পি, এইচ, ই দপ্তরের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।