নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আমরা জানি কৃষ্ণনগরে মৃৎশিল্পের বিশ্ব জোড়া নাম কিন্তূ কৃষ্ণনগরের পাশে রানাঘাট ইতমধ্যে সাড়া ফেলে দিয়েছে রানাঘাটের বাসিন্দা সুমিত সরকার।তিনি ফাইবারের মূর্তি করেন সেই সঙ্গে নানা ধরনের মডেল ও নানা বিখ্যাত মুনি ঋষিদের মূর্তি তৈরি করে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছেন রাজ্য থেকে দেশ ও বিদেশে। তার তৈরি মূর্তি স্থান পেয়েছে গুরত্বপূর্ন জায়গায়। বিদেশের মাটিতেও তার তৈরি মূর্তি গিয়েছে। নানা প্রদর্শনী তে তার তৈরি শিল্প কলা সুনাম অর্জন করেছে। মফস্বলে থেকেও তার এমন কাজ প্রশংসিত। এই বার তিনি দুবাই তে একটি বড় প্রদর্শনী তে অংশগ্রহণ করতে পাঁচ সদ্যসের দল নিয়ে দুবাই পাড়ি দিলেন। যাওয়ার আগে কি জানালেন
Home রাজ্য দক্ষিণ বাংলা দুবাইতে একটি বড় প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পাঁচ সদ্যসের দল নিয়ে পাড়ি দিলেন...