একাধিক দাবিতে বুধবার আলিপুরদুয়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করল রুরাল মেডিক্যাল প্রাকটিশনার্স এসোসিয়েশন।

0
283

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- গ্ৰামীণ চিকিৎসকদের সরকারি স্বীকৃতি তাদের সরকারি প্রশিক্ষণ প্রদান সহ একাধিক দাবিতে বুধবার আলিপুরদুয়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করল রুরাল মেডিক্যাল প্রাকটিশনার্স এসোসিয়েশন। এদিন আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো গ্ৰামীণ চিকিৎসক আলিপুরদুয়ারে জমায়েত হয় এবং আলিপুরদুয়ার শহরে মিছিল করে তারা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ে জমায়েত হয়ে ডেপুটেশন প্রদান করেন।