২০১৫ সালে শান্তিপুরে খুনের ঘটনায় চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিল রানাঘাট মহকুমা আদালত।

0
158

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ২০১৫ সালে শান্তিপুরে খুনের ঘটনায় চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিল রানাঘাট মহকুমা আদালত। বুধবার এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক সুতপা সাহা। আদালত সূত্রে খবর, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে নবদ্বীপের বাহিরচরার বাসিন্দা শাকিব শেখকে রক্তাক্ত অবস্থায় শান্তিপুর থানার ভোলাডাঙ্গা এবং সগুনার মাঝের একটি এলাকা থেকে উদ্ধার করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়েছিল, শান্তিপুর থানায় এমনই অভিযোগ দায়ের করেন মৃতের বাবা ছাত্তার শেখ। চার অভিযুক্তের নাম আরশেদ শেখ, ছুটটি শেখ, সাইদুল মন্ডল এবং সাব্দুল শেখ। সরকারপক্ষের আইনজীবী অপূর্ব কুমার ভদ্র বলেন, এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে এই রায় ঘোষণা অপরাধের মাত্রা কমানোর দিশা দেখাবে। মূলত বিভিন্ন লরি এবং গাড়ি থামিয়ে এই অভিযুক্তরা তোলা আদায় করত। তার প্রতিবাদ করার জন্যই প্রতিশোধবশত সাকিবকে খুন করে এরা। যে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল সেটিও উদ্ধার হয়েছে।