বাঁকুড়া, আবদুল হাই:-দু’মুঠো খাবারের জন্য পার্শ্ববর্তী জঙ্গল থেকে পিয়াল ফোল ও পাতা কুড়িয়ে বাজারে বিক্রি করে যেটুকু অর্থ উপার্জন হয় তাই দিয়েই চলে কোনমতে সংসার।
বাঁকুড়া জেলার হীরবাঁধ ব্লকের দোমোহানী গ্রামে বাস এই দুই বোনের। বড় বোনের নাম সোনামণি সর্দার ও ছোট বোন ময়না সর্দার।
বাবা বিগত ১০ বছর আগেই মারা গেছেন, মা মারা গেছেন বছর দুই হল,।
ভগ্ন, নর ঝরঝরে ঘরে অভাব অনটন নিত্য সঙ্গী, অভাবে তাড়নায় বন্ধ লেখাপড়া যদিও ইচ্ছা আছে পড়াশোনা করার কিন্তু উপায় নেই। সকাল থেকে সন্ধ্যা দাঁতে দাঁত চেপে দুই বোনের লড়াই একটু খাবার জোগারের আশায় কিন্তু সব দিন জোটে না দুই বেলা পেট ভরে খাবার। কত আর বয়স হবে, হয়তো ১৩ থেকে ১৫ বছরের মধ্যেই, এই বয়সে যখন বাড়ির ছেলে মেয়েরা স্কুলে বন্ধু-বান্ধবদের সঙ্গে হেসে খেলে, পড়াশোনা করে সময় কাটায় তখন সোনামণি ও ময়না অনটনের সঙ্গে কঠিন সংগ্রাম করে কোন মতে বেঁচে আছে। সরকারের কৃপা দৃষ্টি পড়েনি এই অসহায় দুই বোনের উপর, ফলে প্রতিদিন একটু একটু করে অভাব অনটনকে সঙ্গী করে চোখের জলে দিন কাটে দুই বোনের।
তারা জানে না কোনদিনও দেখবে কিনা সুখের মুখ।
Leave a Reply