আজ আন্তর্জাতিক নৃত্য দিবসে “আরাধনার” শ্রদ্ধার্ঘ্য প্রভাত ফেরির মধ্য দিয়ে।

0
235

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- নৃত্য হচ্ছে মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি। কেননা নৃত্য ও এর ভাষা কাজ করে একসূত্রে। কলা তথ্য থেকে রসতত্ত্ব ও সৃষ্টিতত্ত্বর নান্দনিক আঙ্গিক প্রকাশ মাধ্যমের ভাবনাতত্বক উপস্থাপনা হল নেত্র।
ব্যালে নৃত্যের স্রষ্টা জ্যঁ জস নুভেরের জন্মদিনে দিবসটি উদযাপিত হয়ে আসছে আন্তর্জাতিক নিত্য দিবস উপলক্ষে। শিল্পীকে চিরস্মরণীয় করে রাখার জন্য ১৯৮২ সালে ইউনেস্কো ২৯ এপ্রিলকে আন্তর্জাতিক নৃত্যদিবস নির্ধারণ করে। । সারা পৃথিবী দেশ রাজ্য জেলার মতোই নদীয়ার শান্তিপুরে এই দিনটি পালন করতে দেখা গিয়েছিলো মানুষের মনের বাড়তি অক্সিজেন যোগান দিতে। উপাসনা নৃত্য বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক-শিক্ষিকারা একটি প্রভাতফেরির মাধ্যমে এ বছরে আজও উদযাপিত করেন।
সকাল থেকেই এক ঝাঁক খুদে শিল্পীরা, রাজপথ আলোকিত করে নিত্য প্রদর্শন করতে করতে শান্তিপুর কাশ্যপপাড়া থেকে মতিগঞ্জ মোড় ঘুরে আবারো সেখানেই এসে পৌঁছায়। শিক্ষিকা অর্পিতা মুখোপাধ্যায় বলেন, নাচের ইতিহাস ভুলে সব কিছুর সাথে মিলিয়ে ফেললে হবে না। ক্লাসিক্যাল বেসের ওপর দাঁড়িয়ে ব্যাকরণ মেনে নাঁচ করার ভীষণ প্রয়োজন দেখা দিয়েছে।
অনিন্দ্য মোদক বলেন, একসময় পালকিতে চড়ে ঢাকা দিয়ে মেয়েরা বাইরে বের হতেন, বর্তমানে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন মেয়েরা। আর এই নবজাগরণ যাঁদের হাতে ঘটেছিলো, সেই মহামানবদের প্রতি সম্মান জানানোও আজকের প্রভাত ফেরির উদ্দেশ্য।