অসহায় যুবতী পাশে দাড়িয়ে থেকে বিয়ে ও কন্যা সম্প্রদান করলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক।

0
231

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: অসহায় যুবতী পাশে দাড়িয়ে থেকে বিয়ে ও কন্যা সম্প্রদান করলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক। সোমবার রাতে মন্ত্রী নিশীথ প্রামাণিক আসেন কোচবিহার পৌরসভার ১০ নং ওয়ার্ডের বিবেকানন্দ স্ট্রীট এলাকায়। সেখানে গিয়ে অসহায় যুবতীর পাশে দাড়িয়ে নিজেই কন্যা সম্প্রদান করেন তিনি। ওই অসহায় যুবতীর নাম সোনালী রাজভর।

জানা গেছে, ছোট বেলায় মা বাবাকে হারিয়েছে সোনালী রাজভর। তিন বোন ও এক ভাই তারা। সেই ভাইও মারা গেছে বছর আটেক আগেই। বড় দিদির বিয়ে হয়ে গেছে অন্যত্র। সোনালী ও তার ছোটবোন এবং খুড়তুতো এক দাদা তাদের বাড়িতে থাকতেন। সেই দাদাই কাজ করে সংসার পরিচালনা করেন। তার পর বিয়ে ঠিক হয় সোনালীর। পরে বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টা নিয়ে মন্ত্রী নিশীথ প্রামাণিকের সাথে কথা বলে। অসহায় সোনালীর কথা শুনে পাশে দাড়ানোর আশ্বাস দেয়। এবং নিজে দাড়িয়ে সোনালীর বিয়ে দেওয়ার কথা ও কন্যা সম্প্রদান করার কথা বলেন। সেই অনুযায়ী এদিন রাতে সোনালীর বাড়িতে হাজির মন্ত্রী নিশীথ প্রামাণিক। এবং সেখানে দাড়িয়ে থেকে সোনালীর বিয়ে দেন এবং কন্যা সম্প্রদান করেন তিনি।

এদিন মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, আমাকে তাদের অসহায়তার কথা বলেছেন। আমি তাদের আশ্বাস দিয়েছি সাহায্য করবো। যেহেতু আমি আমার লোকসভা এলাকায় ছিলাম, তাই এই বিয়ে বাড়ীতে আসা। আমি চাই যারা এই ধরনের চরম অসহায়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন । তারা নির্দ্বিধায় আমাকে জানাবেন আমি আমার সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করবো। তাতে আমারও ভালো লাগবে। আমি যদি জন প্রতিনিধি হয়ে এই টুকু করতে না পারি তাহলে কি লাভ এই জনপ্রতিনিধি হয়।

তিনি আরও বলেন, সোনালী ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে। তার অসহায়তার কথা শুনে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং বলেছি আমি নিজে বিয়েতে আসবো। সেই কারণে আজকে বিয়ে বাড়িতে আসা। দাড়িয়ে থেকে সোনালীর বিয়ে দিতে পেরে আমি খুব খুশি।