নদীয়া, নিজস্ব সংবাদদাতা: কৃষ্ণগঞ্জ অনিলস্মৃতি হাই স্কুলে ছাত্র-ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে নিয়ে আসা হল থানায়। মূলত পুলিশ প্রশাসনের কাজের সম্পর্কে ওয়াকিবহাল করার জন্যই ছাত্রছাত্রীদের এদিন থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশরা থানায় কোন পদ্ধতিতে কাজকর্ম করেন, কোন ডিপার্টমেন্টে কতজন পুলিশ কর্মী রয়েছেন, ভবিষ্যতে পুলিশ অফিসার হতে গেলে কোন পদ্ধতিতে তা হওয়া সম্ভব কি নিয়ে তার জন্য পড়াশোনা করতে হয় এবং কি কি বিষয়ের উপর পরীক্ষা দিতে হয় সমস্ত কিছুরই একটি আলোচনা পর্ব করা হলো ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে।
কৃষ্ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাবিন মুখার্জি এদিন অনিল স্মৃতি হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের পুলিশ ডিপার্টমেন্টের সম্পর্কে বেশ কিছু প্রাথমিক ধারণা দেন। যার ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে পুলিশ ডিপার্টমেন্টে যোগদান করার সুবিধা হবে বলেই মনে করছেন তারা। রাজ্যের বিভিন্ন স্কুলে বর্তমানে চলছে সামার ক্যাম্প। এই সামার ক্যাম্পের আওতায় দিন শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের নিয়ে আসা হয়েছে কৃষ্ণগঞ্জ থানায়।
শুধু তাই নয় বিভিন্ন আইন সম্পর্কে অবগত করা এছাড়াও তরুণ প্রজন্মদের সাইবার ক্রাইম সম্পর্কে বেশ কিছু তথ্য প্রদান করা হলো এই দিন। যার ফলে বর্তমানে ঘটে যাওয়া বিভিন্ন সাইবার ক্রাইমের কবল থেকে রক্ষা পেতে সুবিধা হবে ছাত্র-ছাত্রীদের। এদিনের এই সামার ক্যাম্পের আয়োজন এর ফলে খুশি পুলিশ আধিকারিক থেকে শুরু করে স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীরাও। শুধু অনিল স্মৃতি স্কুল নয় মাজদিয়া শিব মোহিনী কন্যবিদ্য পিঠ নয় কৃষ্ণ গঞ্জ থানা এলাকার অনেক স্কুলের ছাত্র ছাত্রী দের নিয়ে পুলিশের এই প্রগ্রাম চলছে।