বুথে ফালতু লোক ঢুকে ভোট লুঠের চেষ্টা করে তাহলে ভালো করে ট্রিটমেন্ট করে দেবেন। যেন হাসপাতাল হয়ে বাড়ি যান। মন্তব্য দিলীপ ঘোষের।

0
131

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ“বুথে ফালতু লোক ঢুকে ভোট লুঠের চেষ্টা করলে তাহলে ভালো করে ট্রিটমেন্ট করে দেবেন” শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার নিকুঞ্জপুরে বিজেপির ধিক্কার সভা থেকে এই ভাষাতেই দলের কর্মীদের নিদান দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন কর্মীদের উদ্যেশ্যে বলেন, “হাসপাতালের আগে আপনারা তার ট্রিটমেন্ট করবেন। আর এর জন্য কাঁচা বাঁশের ডাং ( লাঠি) লাগবে। যেন সেই ডাঙে গাঁট থাকে। লাগলে যেন ভেতরে লাগে”। এদিনের মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, ” যা হয়ে গেছে তা হয়ে গেছে। পরিশ্রম করে সংগঠন করেছি। মানুষের বাড়ি বাড়ি গেছি। আর ভোটের দিন কেউ ভোট লুঠ করবে তা সহ্য করব না”।