জেলা পর্যায়ের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বালুরঘাটে।

0
155

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- জেলা পর্যায়ের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বালুরঘাটে। যেখানে জেলার প্রতিটি ব্লকের প্রতিযোগীরা অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি জেলা সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বরা। বুধবার দুপুরে আয়োজিত এই প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। যেখানে অংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা সংবাদ পাঠ প্রতিযোগিতা,প্রবন্ধ প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারীরা রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।