অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির আগেই পূর্ব মেদিনীপুরে ভাঙন ঘাসফুল শিবিরে।

0
199

পূর্ব মেদিনীপুর এগরা:– অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির আগেই পূর্ব মেদিনীপুরে ভাঙন ঘাসফুল শিবিরে। ফের উল্টোপূরণ জেলায়। এবার রাজ্যের শাসক দল তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করলো কয়েকশো মানুষ। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কসবাগোলা গ্রামে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আব্দুল ইয়াসিন মল্লিক, শেখ মৈজ্জুদিন ও শেখ আলফাজুদ্দিন-সহ কয়েকশো মানুষ তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। এদিন বিকেলে কসবাগোলাতে নবাগত কর্মীদের হাতে জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস কর মহাপাত্র। তিনি বলেন অন্য দল থেকে শতাধিক কর্মী স্বেচ্ছায় জাতীয় কংগ্রেসে যোগদান করেছে। যতই পঞ্চায়েত ভোট এগিয়ে আসবে শয়ে শয়ে মানুষ তৃণমূল ও বিজেপি ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করবেন। কিন্তু খোদ কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি ও এগরার বিধায়কের গড়ে তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান খুবই তাৎপর্যপূর্ণ বলে ওকিবহল মহলের ধারণা। পাশাপাশি এদিন এগরা ১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের বহলিয়াতে শতাধিক তৃণমূল কর্মী দল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক সাধন কান্তি উত্থাসনি, দলের এগরা ১ ব্লক সংখ্যালঘু সেলের চেয়ারম্যান আসাবুল সাহা, শেখ মামুদ রশিদ, এগরা ১ ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন দে, মদন বেরা প্রমুখ।