প্রখর দাবদাহে কচিকাঁচারা স্কুল থেকে বাড়ি ফিরে স্নানে মগ্ন।

0
188

বাঁকুড়া, আবদুল হাই:- মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে/স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে”…. আমরা আমাদের জীবনের কত স্মৃতি পিছনে ফেলে রেখে এসেছি। বৈশাখের কাঠফাটা রোদ। সকাল থেকেই রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করেছে।স্কুল থেকে বাড়ি ফেরার পথে কচিকাঁচা বাচ্চারা ক্লান্ত হয়ে পড়েছে। একটু খানি জল খেয়ে, চোখে মুখে জল দিয়ে বাড়ি ফিরে কলে জল ছিটিয়ে স্নানের ছবি দেখা গেল। আমাদের জীবনে তখন নাগরিক সভ্যতার এত স্বাচ্ছন্দতা ছিল না কিন্তু ছিল সীমাহীন আনন্দ।বহুদিন বাদে গ্রামের পথে স্নানের ঘাটে জল ছিটিয়ে দুষ্টু – মিষ্টি শিশুদের জল ক্রীড়া দেখে মনটা আনন্দ আর আবেগে ভরে গেল। মন আবার শিশু হতে চাইলো। সত্যিই হারানো স্মৃতি যে ভোলা যায় না।।