ট্রেন দুর্ঘটনার জন্য, স্থগিত করে দেয়া হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা।

0
140

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- গতকাল রাতে পূর্ব বর্ধমানের শক্তিগড়ের ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে বর্ধমান ব্যান্ডেল লোকাল। তারপরে আজ সকাল বেলা থেকে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ার জন্য আজ স্থগিত করে দেওয়া হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া বর্ধমান শাখায় ট্রেন চলাচলের ব্যাপক সমস্যা হচ্ছে। বহু দূরপাল্লার ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবংপাশাপাশি বহু ট্রেন দেরিতে চলছে। এই কারণের জন্যই বৃহস্পতি এবং শুক্রবারের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ‘পি এইচ ডি এডমিশন টেস্ট’ স্থগিত করা হয়। এদিন সকালে বহু পরীক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে বিশ্ববিদ্যালয় এলেও, তারা নোটিশ দেখে ফিরে যায়। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। দীপাঞ্জন মিত্র নামে এক পরীক্ষার্থী জানান, আমাদের আজকে পিএইচডি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আমরা এসে এখানে এসে জানতে পারি যে আজকে আমাদের পরীক্ষা হবে না কারণ ট্রেন এক্সিডেন্ট হয়েছে, গতকাল রাত্রে। আমরাও বাইরে থেকে এসছি বহু কষ্ট করে। এর আগেও একবার আমাদের পরীক্ষা বাতিল করা হয়েছিল। কিন্তু এবার কোনরকম নোটিশ না দিয়ে পরীক্ষা বাতিল করা হয়েছে আমরা এখানে এসে জানতে পারলাম পরীক্ষা বাতিল হয়েছে। এখন আমাদের একটাই দাবি যে আমাদের এইরকম হ্যারাসমেন্ট না করে একেবারে ভাইবায় ডাকা হোক।