সাত দফা দাবিকে সামনে রেখে কোচবিহার জেলা শাসকেরকরণে ডেপুটেশন জমা দেন বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘ।

0
279

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: আগামী পঞ্চায়েত ভোটে ভোট কর্মীদের সুরক্ষা দিতে কেন্দ্রীয় বাহিনী সহ সাত দফা দাবিকে সামনে রেখে কোচবিহার জেলা শাসকেরকরণে ডেপুটেশন জমা দেন বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘ। এদিন তারা কোচবিহার ডি আই অফিসের সামন থেকে একটি মিছিল বের করেন। সেই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে তারা কোচবিহার জেলা শাসকের করনে আসেন এবং পরে কয়েকজনের প্রতিনিধি গিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেন তারা।

তাদের দাবি গুলি হলো,এক দেশ এক বেতন অর্থাৎ কেন্দ্রীয় হারে D,A প্রদান করতে হবে, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট কর্মীদের যথাযত সুরক্ষার ব্যবস্থা করা, জাতীয় শিক্ষানীতি দ্রুত প্রণয়ন করা, দুর্নীতি মধ্যে দিয়ে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের বাতিল করা, যোগ্য শিক্ষকদের চাকরি দেওয়া,প্রতিহিংসা মুলক প্রশাসনিক বদলি বন্ধ করা সহ সাত দফা দাবিতে জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন দেওয়া হলো।