নদীয়ার দুই তৃণমূল বিধায়কের পদত্যাগের দাবিতে মহকুমা দপ্তর অভিযান সিপিএমের, নেতৃত্বে সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

0
137

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্য ও বিধায়ক তাপস সাহার পদত্যাগ এবং সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচনের দাবিতে নদীয়ার তেহট্ট মহকুমা দপ্তর অভিযান সিপিএমের। যদিও সিপিএমের এই অভিযানকে কেন্দ্র করে মহকুমা দপ্তরের করা হয় দুটি বাসের ব্যারিকেট। প্রথম ব্যারিকেট ভেঙে দ্বিতীয় ব্যারিকেটে প্রবেশ করে সিপিএম কর্মী সমর্থকরা, তারপরেই শুরু হয় দ্বিতীয় ব্যারিকেট ভেঙে মহকুমা দপ্তরে প্রবেশের চেষ্টা। যদিও বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে দ্বিতীয় বেরিকেট ভাঙতে পারিনি, কর্মী সমর্থকরা। এদিন মহকুমা দপ্তর অভিযানে নেতৃত্ব দেন রাজ্যের সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সিপিএমের এই অভিযান চলাকালীন আক্রান্ত হয় এক সিপিএম কর্মী, ছাদের উপর থেকে ইট ছোড়া হয় বলে অভিযোগ সিপিএমের। যদিও সিপিএমের এই অভিযান চলে প্রায় ঘন্টাখানেক, এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসকদলকে তুলোধোনা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। একাধিক দুর্নীতি সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে তাকে প্রশ্ন করলে তিনি বলেন, পশ্চিম বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল হচ্ছে লুটরাজের বাহিনী। প্রত্যেকটি নেতার ঝুলিতে রয়েছে দুর্নীতি আর দুর্নীতি। সারা রাজ্যজুড়ে শুধু চলছে লুট, যার দায় একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিপিএম যখন রাজ্যে ক্ষমতায় ছিল বাংলার মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে, এখন হার্মাদ বাহিনীর তাণ্ডবে রাতের ঘুম উড়েছে বঙ্গবাসীর।