রানাঘাটের বাসিন্দা আতর আলী, ব্যাঙ্গালোরে অনুষ্টিত ওপেন ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপে ৪০০মিটারে তৃতীয় ও ২০০ মিটারে দ্বিতীয় স্থান করে দেশের নাম উজ্জ্বল করল।

0
922

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মফস্বল শহরে থেকেও স্বপ্ন দেখা এক কঠিন লড়াই দেশের হয়ে লড়ছে এক অ্যাথেলিট । দরিদ্রতা ও অর্থ কষ্টের মধ্যে থেকেও কিছু করার তাগিদ সব সময় । মা, বাবা কেউ নেই বর্তমানে বাড়িতে দিদির কাছে থেকে সে লড়ে যাচ্ছে রানাঘাটের বাসিন্দা রানাঘাটের গর্ব আতর আলী। ব্যাঙ্গালোরে অনুষ্টিত ওপেন ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপে ৪০০মিটারে তৃতীয় ও ২০০ মিটারে দ্বিতীয় স্থান করে দেশের নাম উজ্জ্বল করে বাড়ি ফিরলো। রূপো,ও ব্রোঞ্জ পদক নিয়ে এইবার চীনের বেজিং এশিয়ান গেমসে অংশগ্রহণ । অর্থ কষ্ট আর বেজিং এশিয়াডে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করতে চলেছ। তবে সমস্যা একটা অর্থ । অর্থ জোগাড় করতে তার চিন্তা বেড়েছে। রানাঘাটের বাসিন্দা আতর আলীর স্বপ্ন তিনি দেশের নাম উজ্জ্বল করবেন। ইতিমধ্যে আতর আলী । তাই তার সফলতার জন্য
2021 সালে খেল সন্মান দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে 50 হাজার টাকা মেমেন্ট , সার্টিফিকেট ।
আর এইবার চীনে এশিয়ান গেমসে কিছু করার তাগিদ রয়েছ এই রাজ্য থেকে তিন জন এশিয়ান গেমসে সুযোগ পেয়েছে তার মধ্যে নদীয়া রানাঘাটের আতর আলী। আশা ছাড়িনি প্রতিদিন সকালে 2 ঘণ্টা বিকেলে 1 ঘণ্টা করে অনুশীলন যেমন করবে। পাশাপাশি মনের জোর আর অনেক বাঁধার মধ্যে থেকে যদি এশিয়ান গেমসে ভালো ফল করার জন্য মুখিয়ে আছেন কয়েক দিন আগে ওপেন ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপে পদক জয় করে ফিরছেন তার স্বপ্ন আর মনের জোর পদক পাওয়ার নেশা তাকে শক্তি জোগাচ্ছে। কি জানালেন তিনি