শুধু গাজনের টানেই না, আতসবাজি পোড়ানো দেখতে উপচে পড়লো ভিড়।

0
450

বাঁকুড়া, আব্দুল হাই:-  বুনোশিবের রাত গাজনে আতসবাজি পোড়ানো দেখতে উপচে পড়লো ভিড়। এই চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সাহসপুরে। বুনোশিবের রাত গাজনকে কেন্দ্র করে সারারাত আতসবাজির প্রদর্শনী হয়।প্রায় ৫০০ বছর ধরে হয়ে আসছে এই গাজন উৎসব। এই এলাকার বাসিন্দারা বছরের এই রাতটার জন্য অপেক্ষা করে থাকেন। শুধুমাত্র এই গ্ৰামের মানুষ নয় বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষেরা ছুটে আসেন রাত গাজনে আতসবাজি পোড়ানো দেখতে। এছাড়াও গাজন উৎসবে মহিলারা কাঁধে তুলে নেন ঢাক।ঢাকির বাদ্যিতে মেতে ওঠে হাজার হাজার মানুষ।

বাঁকুড়া থেকে আবদুল হাই বিশেষ প্রতিবেদন।