তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো শহর বর্ধমানে এবং অধিবেশন রায়ানে।

0
134

রামকৃষ্ণ চক্রবর্তী, পূর্ব বর্ধমান:-জেলায় জেলায় ঘুরছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। করছেন সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ। ইতিমধ্যেই তিনি তৃণমূলের নবোজোয়ার কর্মসূচি নিয়ে পূর্ব বর্ধমান জেলাতে প্রবেশ করেছেন। গতকাল খণ্ডঘোষ বিধানসভায় রোড শো করার পর তিনি বর্ধমান শহরে রোড শো করেন। শহর বর্ধমানে প্রবেশ করার পর কর্মী সমর্থকের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখার উদ্দীপনা ছিল চরম এ। রাস্তার দু’ধারে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে ছিলেন। শহর বর্ধমানের বিরহাটা,কার্জন গেট, তিন কনিয়া বাস স্ট্যান্ড, পৌরসভা হয়ে রোড শো করে তিনি বর্ধমান এক নম্বর ব্লকের রায়ান গ্রামে অধিবেশন এবং রাত্রি যাপন করেন। রায়ান গ্রামে অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,” বুথ সভাপতি রায় দলের একমাত্র সম্পদ। কারন সাধারণ মানুষ যখন কোন পরিষেবা না পায় ফলের বিধায়ক বা রাজ্য নেতাদের যত না ধরে তার থেকে বেশি সংখ্যক মানুষ আপনাদের কাছে উত্তর জানতে চায়। রাজ্যের কোন শাসক দল আগে এইরকম কোন কর্মসূচি নিয়েছে বলে আমার জানা নেই। আমরা মানুষের পঞ্চায়েত গড়তে চাই। যে সমস্ত পঞ্চায়েত প্রধান বা সদস্যরা মনে করবেন একবার ভোটে জিতে গেলেই পাঁচ বছরের জন্য রিলাক্স সেটা কিন্তু এই নতুন তৃণমূলে আর হবে না। আমি প্রতি তিন মাস অন্তর রিভিউ করব যে আপনার রিপোর্ট কেমন যদি বিন্দুমাত্র রিপোর্ট খারাপ হয় আপনাকে দল থেকে সরাতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। এই রাজনীতিতে মানুষই শেষ কথা মানুষ যদি ইভিএমের বোতাম থেকে আঙ্গুল টা তুলে নেয় তাহলে আমাদের আর কোন মূল্য থাকবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য লক্ষী ভান্ডার করেছেন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পান এবং আধার লিঙ্ক করে হাজার টাকা কেটে নিয়ে চলে যাচ্ছেন।’