নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ গ্রীষ্মের প্রবল দাবদহে নাজেহাল অবস্থা লাল মাটির জেলা বাঁকুড়ার। ৪২ থেকে ৪৩ ডিগ্রি তাপমাত্রায় বেলা পড়তে না পড়তেই শুনশান হয়ে পড়ছে রাস্তা। এইমত অবস্থায় পথ চলতি মানুষজনেদের একটু স্বস্তির নিঃশ্বাস দিতে জলছত্রের আয়োজন করল গঙ্গাজলঘাটি ব্লক যাদব সমাজ। গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর মোড়ে রাস্তায় পথ চলতি মানুষজনদের হাতে তুলে দেয়া হল ঠান্ডা পানীয় সহ অন্যান্য খাদ্য সামগ্রী। আয়োজকদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি মানুষ থেকে এলাকার সাধারণ মানুষজন। উপস্থিত ছিলেন গঙ্গাজলঘাটী ব্লক যাদব সমাজের কর্মকর্তা থেকে সাধারণ সদস্যরা।
Home রাজ্য দক্ষিণ বাংলা গ্রীষ্মের প্রবল দাবদাহে পথ চলতি মানুষকে স্বস্তির নিঃশ্বাস দিতে জলছত্রের আয়োজন দুর্লভপুরে।