শ্রমিকদের ন্যায্য পাওনার আন্দোলনে শামিল কাঞ্চন কাজি।

0
126

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরের নবাব হাটে অবস্থিত শ্রাচী নামক একটি বেসরকারি সংস্থা। এই বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন বেশ কিছু শ্রমিক। এই শ্রমিকদের ছিল না কোন পিএফ বা ইএসআই। এমনকি বেতনভুক্ত এই কর্মচারীদের বেতন সঠিক সময় দেওয়া হতো না। তারা তাদের সমস্যার কথা জানান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজীর কাছে। কাঞ্চন কাজী শ্রমিকদের সাথে কথা বলেন এবং তত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধানের আশ্বাস দেন। তারপরে কাঞ্চন কাজীর নেতৃত্বে শ্রমিকরা সংস্থার অফিসের সামনে ধরনায় বসেন এবং কাঞ্চন কাজী নিজেও শ্রমিকদের সঙ্গে ধরনায় যুক্ত হন। তারপরই টনক নড়ে শ্রাচী গ্রুপের। তারা আলোচনায় বসেন কাঞ্চন কাজী এবং শ্রমিকদের সাথে। আলোচনায় ঠিক হয় পরবর্তীকালে প্রতি মাসের দশ তারিখ ই তাদের বেতন দিয়ে দেওয়া হবে। তাদের এই সমস্যা সমাধান করে দেওয়ার জন্য তারা ধন্যবাদ জানান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী কে।